Friday, February 23, 2018

টাঙ্গাইলে আঞ্চলিক মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত


টাঙ্গাইলে আঞ্চলিক মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত


বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল আঞ্চলিক মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।













সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন এমপি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শরিফুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরের গভর্নর সেকান্দার আলী জাহিদ, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা গভর্নর সাইফুজ্জামান সোহেল, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, ঢাকা মিরপুর অঞ্চলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা, টাঙ্গাইল আঞ্চলিক সমন্বয়কারী মীর মিজানুর রহমান, জেলা সভাপতি এম এ ছাত্তার উকিল, জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট ইসমত পাশাসহ অনেকে। 


অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন। সম্মেলনে টাঙ্গাইল ও জামালপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার পাঁচ শতাধিক মানবাধিকার কর্মী ও নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment