Friday, August 15, 2014

বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পরিচয়


মানবাধিকার কমিশন দেশে আইনের শাসন তথা মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে নিবেদিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক বৃহত্তর মানবাধিকার প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক নিবন্ধিত এই প্রতিষ্ঠান সারা দেশে সাত শত শাখার মাধ্যমে নির্যাতিত নিপীড়িত মানুষ যারা আইনের সাহায্য পাচ্ছে না তাদেরকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে আসছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা হয় ১৯৮৩ সালে।





বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হচ্ছেন সুপ্রিম কোর্টের এ্যাফিলিয়েট ডিভিশনের সিনিয়র সাবেক বিচারপতি আমীর-উল-কবির চৌধুরী এবং মহাসচিব হচ্ছেন ড.সাইফুল ইসলাম দিলদার। অপরদিকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কমিশন(জেনেভা) এর মহাসচিবও হচ্ছেন ড.সাইফুল ইসলাম দিলদার।

শাখার সংখ্যা ঃ

সংগঠনটির বর্তমানে আন্তর্জাতিক শাখা আছে ১০০টি,সিটি কর্পোরেশন শাখা আছে ১০টি,জেলা শাখা আছে ৬৪টি,আঞ্চলিক শাখা আছে ১০০টি,উপজেলা,থানা,পেীরসভা শাখা আছে = ১০০০টি।

বাংলাদেশ মানবাধিকার কমিশন অনুমোদিত হয়েছে ঃ
১। জাতিসংঘ
২। আইসিজে(ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিষ্ট,জেনেভা,সুইজারল্যান্ড)
৩। ওএমসিটি জেনেভা(সুইজারল্যান্ড)             
৪। এসিএইচপিআর(আফ্রিকা কমিশন অন হিউম্যান এন্ড পিপলস্ রাইটস,আফ্রিকা)
৫। আইএইচআরএএএম((ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ এশোসিয়েশন অব আমেরিকান মাইনুরিটিজ,কানাডা)
৬। ফেডারেশন অব এনজিও’স ইন বাংলাদেশ
৭। সমাজ কল্যাণ বিভাগ
৮।এনজিও বিষয়ক ব্যুরো
৯। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স।


বাংলাদেশ মানবাধিকার কমিশন এর কাজ ঃ
১। মানবাধিকার আন্দোলন
২। নির্বাচন পর্যোবেক্ষণ
৩। প্রাকৃতিক দূযোর্গে সহায়তা কার্যক্রম
৪। বিদেশে বিভিন্ন সম্মেলনে মত-বিনিময় ও সুপারিশ পেশ

টাঙ্গাইল জেলা শাখার কার্যক্রম ঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন এর প্রতিষ্ঠার পর হতেই টাঙ্গাইল জেলা শাখা গঠন করে এর কার্যত্রম শুরু করা হয় জেলাতে। পরবর্তীতে ২০০৫ সাল থেকে টাঙ্গাইল জেলায় ব্যাপকভাবে ১২টি উপজেলা শাখা গঠন করে বর্তমান জেলা শাখার নের্তৃবৃন্দের নের্তৃত্বে পুণাঙ্গভাবে কার্যক্রম শুরু হয়। টাঙ্গাইল জেলা শাখা বর্তমানে ১২টি উপজেলা,২টি থানা ও পৌরসভা এবং ইউনিয়ন শাখাসহ প্রায় ৩০টি শাখার মাধ্যমে জেলায় নির্যাতিত নিপীড়িত মানুষ যারা আইনের সাহায্য পাচ্ছে না তাদেরকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে আসছে। পাশাপাশি অন্যান্য মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন এর কেন্দ্রীয় ওয়েব সাইট ভিজিট করুন










1 comment:

  1. I am kazi Humayun Alam
    Gen.Secretary BHRC Bayezid Bostami thana Shaka. Ctg.

    ReplyDelete