Sunday, December 10, 2017

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে রবিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে সকালে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে জেলা, সদর উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীরা অংশ নেন। পরে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।


বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এম এ ছাত্তার উকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা গভর্নর সাইফুজ্জামান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন।

 

No comments:

Post a Comment