Saturday, November 11, 2017

বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলার বিভিন্ন শাখা প্রতিনিধিদের নিয়ে লিগ্যাল এইড বিষয়ক কর্মশালা ও সভা অনুষ্ঠিত


বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলার বিভিন্ন শাখা প্রতিনিধিদের নিয়ে লিগ্যাল এইড বিষয়ক কর্মশালা ও সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা কমিটি ও ২টি পৌর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪০জন প্রতিনিধি অংশ নেন।
শহরের ভিক্টোরিয়া রোডে বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার নিজস্ব কার্যালয়ে গত ১০ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় এই কর্মশালা ও সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় লিগ্যাল এইড বিষয়ে বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এখন থেকে টাঙ্গাইল

বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এম এ ছাত্তার উকিলের সভাপতিত্বে কর্মশালা ও সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন। সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন


টাঙ্গাইল ও জামালপুর জেলার আঞ্চলিক সমন্বয়কারী কৃষিবিদ মীর মিজানুর রহমান, সহ সভাপতি মো. ফজলুল হক, মো. তালেবর রহমান, যুগ্ম সম্পাদক সুব্রত চন্দ জয়দেব, কোষাধ্যক্ষ মোঃ খোরশেদ আলম, জেলা শাখার নির্বাহী সদস্য লুৎফর রহমান তালুকদার লিটন, টাঙ্গাইল পৌর শাখার রাশেদ খান মেনন রাসেল, শাখার সাধারণ সম্পাদক  মোঃ সোহানুর রহমান শাহীনসহ বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।


জেলার ১২টি উপজেলা কমিটি ও ২টি পৌর কমিটি এবং জেলা কমিটির মাধ্যমে সারা জেলায় দরিদ্র ও দুস্থদের বিনামূল্যে নানরকম আইনগত সহায়তানহ বিভিন্ন বিষয়ে লিগ্যাল এইড সেবা প্রদান করা হবে। এছাড়া আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া সকল শাখার কার্যক্রম আরো গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়।





No comments:

Post a Comment