Thursday, December 11, 2014

১০ অক্টোবর ঈদ পূর্নমিলনী ও টাঙ্গাইল জেলা শাখার সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার ঈদ পূর্নমিলনী ও মাসিক সভা ১০ অক্টোবর শুক্রবার সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন  বাংলাদেশ মানবাধিকার কমিশন,টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এম.এ. ছাত্তার উকিল। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারন সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন। আগামী ২৬ জানুয়ারী টাঙ্গাইলে অনুষ্ঠিতব্য বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সম্মেলনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার অন্তর্ভূক্ত ১২ টি উপজেলা ও টাঙ্গাইল পৌর কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সহ প্রায় অর্ধশতাধিক মানবাধিকার কর্মী এই সভায় অংশ গ্রহন করে। এসময় বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি এ্যাডভোকেট শাহানশাহ সিদ্দিকী মিন্টু, সহ সভাপতি এ্যাডভোকেট শামসুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক নাসরিন জাহান খান বিউটি, টাঙ্গাইল পৌর কমিটির সভাপতি রাশেদ, সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ শরিফুজ্জামান খান মহব্বতসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মানবাধিকারকর্মীগণ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ মানবাধিকার কমিশন এর শ্লোগান  ও দৃষ্টিভঙ্গি বিষয়ে আরো বলেন, যে সৎ উপার্জন করেন এবং উপার্জিত অর্থের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করেন, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাড়ান, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল মানুষের শান্তির পক্ষে আওয়াজ তোলেন তিনিই মানবাধিকার কর্মী।




No comments:

Post a Comment